জোবরাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ৫ দিন পরও স্বস্তি ফিরেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা একদিকে আন্দোলন করছেন। অন্যদিকে জোবরা গ্রামের অনেক পুরুষই গ্রেপ্তারের ভয়ে এলাকাছাড়া। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এখনও স্বভাবিক হয়নি।
গেলো শনিবার রাতে একছাত্রীর বাসায় ফেরার সময় দারোয়ানের সাথে বাকবিতণ্ডা ও পরে তাকে কেন্দ্র করে পুরো এলাকায় শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন অনেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করে। তারা প্রক্টরের পদত্যাগও দাবি করেন সেখানে।
এদিকে ঘটনার প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনও স্বভাবিক অবস্থায় ফিরেনি জোবরা গ্রামে। সেখানকার পরিস্থিতি অনেকটাই থমথমে। তারা শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয় সেই নিশ্চয়তা চান প্রশাসনের কাছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও আশানুরূপ উন্নতি হয়নি জানিয়ে শিক্ষার্থী-গ্রামবাসী চাইছেন ঘটনার দ্রুত সমাধান। প্রকৃত অপরাধীর বিচারের সঙ্গে সঙ্গে দ্রুত উভয়পক্ষে সৌহার্দ্য আসুক সেটাই চান তারা।

