স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত দুই গ্রুপের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ নিয়ে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
রোববার, ১০ আগস্ট রাত ৯টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের নথুল্লাবাদ এলাকায় আন্দোলন চলাকালে সিনিয়র–জুনিয়র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানো হলেও রাতের দিকে বিএম কলেজে সমঝোতার বৈঠকে ফের সংঘর্ষ বাঁধে।
আহতদের মধ্যে গুরুতর পাঁচজন হলো— মোস্তাফিজুর রহমান, রাফি, সিফাত, সুহান ও মুন্না। তাদেরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আন্দোলনের উদ্যোক্তা মহিউদ্দিন রনিও আহত হয়েছেন। তিনি ফেসবুক লাইভে দাবি করেন, ‘আন্দোলন বানচাল করতেই হামলা হয়েছে। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী দিয়েও হামলা করানো হয়েছিল।’
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাব্বির হোসেনের মতে, ‘এটি মূলত সিনিয়র–জুনিয়র বিরোধ।’
কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, অনুমতি না থাকায় পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করেনি, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পতাকানিউজ/এআই

