চট্টগ্রামের হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসাকে নিয়ে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট করা সেই আরিয়ান ইব্রাহিম নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার, ৬ সেপ্টেম্বর, তার নিজস্ব ফেসবুক আইডি থেকে অশ্লীল অঙ্গভঙ্গির পোস্টটি করেন এবং নিজেকে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের ৩-নম্বর ওয়ার্ড সভাপতি পরিচয় দেন। ছবিটি ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়রা। এসময় তারা সড়ক অবরোধ করেন।
এদিকে বিক্ষোভ চলাকালে হাটহাজারি বাসস্ট্যান্ডে মোড়ে কয়েকটি বাস ভাঙচুর করা হয়। এরপর থেকে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে পুলিশ।
অপরদিকে ব্যঙ্গ করা যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ।

স্থানীয় সূত্র জানায়, আরিয়ান ইব্রাহিম ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের কর্মী। তার ফেসবুক আইডিতে নিজেকে ফটিকছড়ি ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়েছেন।
অভিযুক্ত আরিয়ান ছাত্রদলের কেউ নয় বলে জানিয়েছেন ফটিকছড়ি ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নয়। তিনি সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার বিরুদ্ধে সংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।’
এদিকে শেষ খবর হওয়া পাওয়া পর্যন্ত এ ঘটনায় হাটহাজারীতে এখন উত্তেজনা বিরাজ করছে। সড়কে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ।
পতাকানিউজ/এএস/আরবি

