ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বৃগেট মাছ। ৩৫০ টাকা কেজি দরে মাছটি বাজারের আড়তে বিক্রি হয়েছে।
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, বুধবার, ১৭ সেপ্টেম্বর, সকালে উপজেলা সদরের মৎস্য আড়তে গিয়ে তিনি মাছটি দেখতে পান। পরে তিনি মাছের ছবি তুলেন। মাছের আড়তদার তাকে জানিয়েছেন, খাগালিয়া এলাকার অনতিদূরে মেঘনা ও তিতাসের মোহনায় মাছটি জালে ধরা পড়ে।
আড়তদার রঞ্জিত দাস জানান, ‘মঙ্গলবার গভীর রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে তাদের আড়তে মাছটি নিয়ে আসা হয়। ৩৫০ টাকা কেজি দরে ৬ হাজার ৩০০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
জানা যায়, কয়েকদিন আগে এ বাজারে আধা কেজি ওজনের একটিং চিংড়ি বিক্রি হয়। স্থানীয় এক ক্রেতা চিংড়িটি ৮০০ টাকায় কিনে নিয়ে যান। এ আড়তে প্রায়ই বড় মাছ উঠে।
পতাকানিউজ/বিপিবি/এএইচ

