সিলেটের গোয়াইনঘাটে ধরা পড়া নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর সকালে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল গোয়াইনঘাট থানায় এসে তাকে নিজেদের জিম্মায় নেয় এবং সকাল ১০টায় নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপগঞ্জ থানায় একটি মামলা তদন্তাধীন থাকায় মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে তাদের হেফাজতে নিয়েছেন। ধরা পড়ার সময় রিয়াজের সঙ্গে থাকা তার ২ শিশু সন্তানকে সকালে তাদের মায়ের জিম্মায় দেয়া হয়েছে।
গত বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে সিলেটের গোয়াইনঘাটে জনতার হাতে ধরা পড়েন শুটার রিয়াজ। ২ শিশু সন্তানসহ তাকে প্রথমে শিশু অপহরণকারী হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করার পর জানা যায়, তিনি শুটার রিয়াজ। আটককালে রিয়াজ গণধোলাইয়ের শিকার হন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুটার রিয়াজের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক ও বিস্ফোরক মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও থানায় গত কয়েক বছরে দণ্ডবিধি, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে তার নামে।
এসব মামলার মধ্যে রয়েছে, ২০১৮ সালের হত্যাচেষ্টা মামলা, ২০২১ সালের অস্ত্র ও মাদক মামলা, ২০২২ সালের বিস্ফোরক ও অস্ত্র মামলা এবং ২০২৫ সালে দায়ের হওয়া আরও একাধিক মামলা। রিয়াজ একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কখনও ‘রিয়াজ’, কখনও ‘শওকত আলী রিয়াজ’, আবার কখনও ‘শুটার রিয়াজ’ নামে পরিচয় দিলেও সব মামলার মূল আসামি একই ব্যক্তি।
পতাকানিউজ/ইউএম/এসজিএন

