নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি বাসের ধাক্কায় চালক বেলায়েত হোসেন নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলপারসহ প্রায় ৩৩ জন বাসযাত্রী আহত হয়েছেন। বুধবার, ১৭ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে উপজেলার নাওতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা থেকে আসা একুশে পরিবহনের বাস চালাচ্ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল। পরে দুটি বাস পাল্লা দিতে গিয়ে একুশে পরিবহনের বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পতাকানিউজ/এইচএএ/আরবি

