নিখোঁজের তিনদিন পর সুনামগঞ্জ জেলা জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরী (৫৪) -এর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ৫ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় শ্যামনগর নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখেন স্থানীয়রা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাক আহমদের ভাতিজা আবু সুফিয়ান এবং জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।
মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি। এছাড়াও শান্তিগঞ্জ বড়মোহা দারুণ উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর, রাত থেকে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ ছিলেন। এই ঘটনায় বুধবার বিকেলে তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় একটি জিডি করেন। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান চেয়ে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিক সহযোগিতা কামনা করেছেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরে তাঁর সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মী ও স্বজনরা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে মাওলানা মো. মুশতাক আহম্মদ গাজীনগরীর সন্ধান না পাওয়া গেলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছিলেন নেতৃবৃন্দ।
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন বলেন, ‘গত মঙ্গলবার মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জ এসেছিলেন। যাওয়ার সময় একজন কর্মী হুজুরকে সিএনজিতে তুলে দিয়েছেন, দিরাই সড়ক মোড়ে গেছেন হুজুর। ১১টা ২০ মিনিট পর্যন্ত উনাকে দিরাই সড়ক মোড়ে একটি সিসি ক্যামেরায় দেখা গেছে। পরে উনাকে আর পাওয়া যায়নি।’
মাওলানা মুশতাক আহমদের ফুফাতো ভাই সুনামগঞ্জ শহরের বাসিন্দা জুনেদ আহমেদ বলেন, ‘আমাদের ধারণা প্রথমে তাকে গুম করা হয়েছিল পরে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’
মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বলেন, ‘মঙ্গলবার রাত দশটা একান্ন মিনিটে তিনি ফোনে বলেছিলেন, আমি সুনামগঞ্জে এসেছিলাম। আসব বলে ফোন রেখে দিয়েছেন। এর ২ মিনিট পরে তিনি আবার ফোন দিয়ে বলেছেন, আমি এক ঘণ্টার মধ্যে আসছি, এটাই ছিল লাস্ট কথা।’
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরী সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত উলামায়ে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই। জমিয়তের শীর্ষ নেতা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জমিয়ত উলামায়ে ইসলাম।
পতাকানিউজ/বিটি/এমওয়াই

