বগুড়ায় ৪২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পাচারচক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার, ৫ সেপ্টেম্বর বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এসএমএ ফেরদৌস (৭৪) ও সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫)।
ডিবি পুলিশ জানায়, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা সাপের বিষ বিক্রির খবরে ঠনঠনিয়া, মন্ডলপাড়ার পাকা রাস্তার ওপর থেকে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি কার্টনের মধ্যে ৫টি কাঁচের পাত্রে রাখা সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি জারে ইংরেজিতে রেড ড্রাগন কোম্পানি ফ্রান্সের তৈরি লেখা আছে। যার আর্ন্তজাতিক বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ হতে সংগ্রহ করে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

