চট্টগ্রামের সন্দ্বীপে ৪ বছরের ভাতিজাকে পিটিয়ে হত্যা করেছে আপন চাচা । নিহত শিশুর নাম আলী হোসেন। বুধবার, ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। সে একই এলাকার আবু তাহেরর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে আলী হোসেনকে তার প্রবাসফেরত চাচা জাহাঙ্গীর আলম মাথায় আঘাত করেন। গুরুতর আহত শিশুটিকে প্রথমে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। আগে থেকে ইতালি প্রবাসী ভাইয়ের সাথে জাহাঙ্গীরের দ্বন্দ্ব ছিলো। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে (৪৫) আটক করে পুলিশ। তাকে আগামীকাল আদালতে হাজির করা হবে।’

এদিকে প্রাণ হারানো নিষ্পাপ এই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা গ্রাম। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আসামির ঘরে ভাংচুর চালিয়েছে।
পতাকানিউজ/কেএস

