খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ৫ সেপ্টেম্বর, সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাজারের আবুল মিয়ার কুলিং কর্নার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুদি, স্টেশনারি, কম্পিউটার ও চায়ের দোকানসহ ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়। হঠাৎ অগ্নিকাণ্ডের কারণে ব্যবসায়ীরা দোকান থেকে কোনো মালামাল সরাতে পারেননি।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— মো. কামরুল ইসলামের মুদি দোকান, মো. সোহাগের স্টেশনারি ও কম্পিউটার দোকান, মো. রহিমের মুদি দোকান, মো. শফিক মিয়ার চায়ের দোকান, মো. রবিনের স্টেশনারি ও কম্পিউটার দোকান, মো. নজরুল ইসলামের মুদি দোকান, মো. সেলিম হোসেনের মুদি দোকান এবং মো. আবুল মিয়ার কুলিং কর্ণার।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, ‘সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
পতাকানিউজ/এসআর/এমওয়াই

